নতুন মেহেদী ডিজাইন ২০২১
মেহেদী ডিজাইন মানেই হলো উৎসব। কোন উৎসব থাকুক বা নাই থাকুক মেহেদী দিয়ে হাতে বা পায়ে দৃষ্টিনন্দন নকশা তৈরি করা অত্যন্ত আনন্দের বিষয়। কোন অনুষ্ঠানে যদি মেহেদী ডিজাইন না হয় তবে হলফ করে বলা যায়, সে উৎসবে পরিপূর্ণতা আসেনা। তবে সময়ের সাথে মেহেদী ডিজাইনের প্যাটার্নে এসেছে আমুল পরিবর্তন এবং হেনা নকশায় পেয়েছে চমৎকার কারুশিল্পের ছোঁয়া।