ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ইতিহাস এবং এর অদৃশ্যমান প্রভাব।
ব্রিটিশ সাম্রাজ্য শুধু ২০০ ‘শ বছর নয় বরং প্ররোক্ষভাবে আজো সেই শাসনের দাবদাহ কাঁধে বয়ে নিয়ে বেরাতে হচ্ছে আমাদের।আমরা কি সেই শাসন শোষনের দাবদাহের শেকল থেকে আদৌ মুক্তি হতে পেরেছি?১৭৫৭ সালে নাবাব সিরাজউদৌলার পরাজয়ের মধ্য দিয়ে যে শিখর অস্তমিত হয়েছে সে শিখর আজো ঠিকভাবে দাড়াতে পারেনি। আর কবে পারবে তাও সঠিকভাবে বলা কঠিন।ইষ্ট ইন্ডিয়া কোম্পানির…