|

সৌদি আরবের বর্তমান আইন ও নিয়ম যা আপনাকে মানতে হবে

সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন নিয়ম অনুযায়ী আপনি বা আমি অনেক কিছুই করতে পারবনা। কিন্তু এই সকল বিষয় পৃথিবীর অন্যান সকল দেশ খুব সাধারন দৃষ্টিতে দেখে থাকে। যা কিনা সৌদি আরবের মত এত ধনী দেশে গুরতর অন্যায় হিসেবে বিবেচিত। আপনি যদি কখোন ভেবে থাকেন সৌদি আরব যাবেন তবে এই নিষিদ্ধ বিষয়গুলো আপনি যদি না জানেন তবে আপনাকে হয়তো জেলে যেতে হবে, নয়তো চরম বিব্রতকর পরিস্থিতিতে পরতে হবে। চলুন তাহলে যেনে নেই সৌদি আরবের খুব গুরত্বপূর্ণ ১০ টি নিষিদ্ধ আইন।

১.করোনা ভাইরাস আইন:

খুব সম্প্রতি সৌদি আরব একটি নতুন আইন প্রনয়ন করে জানায় যে, কেউ যদি করোনা ভাইরাস ছড়ায় তবে তাকে ৫ বছরের জেল এবং সর্বোচ্চ ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। একইসাথে, যদি সেই ব্যক্তি প্রবাসী হয় তবে জেল জরিমানা শেষে সৌদি আরব থেকে বের করে দেয়া হবে।

২.পোষাক আইন:

বিশেষ করে নারীরা বোরখা বা আবায়া না পড়ে বের হলেই করা হবে জেল জরিমানা বা পড়তে হবে পুলিশের হয়রানিতে। সৌদি আরবে আটসাট পোষাক বা ছবি আকা কোন পোষাক পড়ে বের হবার কোন নিয়ম নেই। আপনি টাইট ফিট কাপড় পড়ে কখনো পাবলিক প্লেসে চলাফেরা করতে পারবেননা। এটা সকলকেই মানতে হবে।

৩.মদ্য পান:

সৌদি আরবে মূলত ইসলামিক শাসন চলে বিধায় মদ্যপান সম্পূর্ন নিষিদ্ধ। আপনার যদি মদ্যপানের অভ্যাস থেকে থাকে তবে আপনাকে সৌদি আরবের বাহিরে গিয়ে খেতে হবে। এখানে মদ্যপান বা এলকহল বিক্রয় সম্পূর্ন নিষেধ। মদ্যপানের জন্য শাস্তি হিসেবে আগে জনসম্মুখে বেত্রাঘাত করা হত কিন্তু বর্তমানে এই সাজার পরিবর্তে জেল জরিমানা হয়।

৪.ছবি তোলা:

পৃথিবীর যেকোন দেশে এই বিষয়টা এতটাই স্বাভাবিক যে, কেউ কখনো চিন্তাই করতে পারেনা ছবি তোলা নিয়ে এত সতর্কতা অবলম্বন করতে হবে এই দেশে। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ছবি তোলার সময় সরকারি কার্যক্রম সংশ্লিষ্ট কোন কিছু যেন, ছবিতে না আসে, যেমন সরকারি ভবন, সেনাবাহিনী সংক্রান্ত কোন যেকোন সরংজামাদি।
যদি আসে তবে তা কারো সাথে শেয়ার করতে পারবেন না। সুতরাং ছবি তোলার সময় আশেপাশে ভালোভাবে দেখে বুঝে ছবি তোলতে হবে।
আরো খেয়াল রাখতে হবে যে আপনার ক্যামেরার ফোকাস যেন কোনভাবেই অপরিচিত লোকাল সৌদি নারীদের দিকে না পড়ে। যদি বুজতে পারে, তবে খুব ঝামেলায় পরতে হতে পারে আপনাকে।
সুতরাং ছবি তোলার বিষয়ে সাবধান।

৫.পর্ণো ছবি:

শুধু পর্ণো ছবি নয়, পর্ণো ভিডিও এবং অশালীন ঈঙ্গিত বহন করে এমন কোন ছবি বা ভিডিও নিয়ে অকল্পনীয় কঠোর আইন রয়েছে এই দেশে। যদিও এর জন্য আপনাকে মৃত্যুদন্ড দেয়া হবেনা তবুও কঠোর শাস্তির বিধান রয়েছে। কোনভাবে পুুলিশের হাতে পরলে সর্বনাশ। সাথে সাথে আপনাকে হাতকড়া পড়িয়ে ঢুকিয়ে দেয়া হবে অন্ধকার সিন্দুকে।

৬.বাদ্যযন্ত্র চর্চা:

সৌদি আরবে বাদ্যযন্ত্রের চর্চা একেবারেই নিষেধ তবে গান গাওয়া নিষেধ নয়। যদি মিউজিকে একটু আধটু হাত পাকানোর ইচ্ছে হয়, তা হলে আপনাকে তা করতে হবে গোপনে।

৭.ধর্ম চর্চা:

সৌদি আরবে অন্য ধর্মের লোকেদের জন্য রয়েছে কিছু বাধা-নিষেধ। এখানে অন্য ধর্মের মানুষদের প্রকাশ্যে প্রার্থনা করার অনুমরি নেই। এ ছাড়া কেউ ইসলাম ত্যাগ করলে রয়েছে মৃত্যুদণ্ডের শাস্তি।

৮.বিয়ের বিষয়ে সাবধান:

সৌদিআরবে মিসইয়ার বাড়ছে । মিসইয়ার হচ্ছে বন্ধনহীন চুক্তি-বিয়ে। বিয়ের পর ছাড়াছাড়ি এটা সৌদি নারীদের পুরুষের কাছে খুব স্বভাবিক বিষয়। এই বিবাহ বিচ্ছেদের হার আকাশছোঁয়া। সুতরাং আপনি যদি কোন সৌদি নারীকে বিয়ে করতে চান, খুব বেশি না জেনে বুঝে স্থানীয় মহিলাদের কাছে যাবেন না!

৯.বসার জন্য নিয়ম:

কারো সামনে যদি বসেন তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনভাবেই পা ক্রস করে বসা যাবেনা। মানে, এক পা এর উপর অন্য পা রেখে বসা যাবেনা। কারন সৌদি সংস্কৃতিতে তা ইনসাল্টিং বা অপমানকর বলে মনে করে। সুতরাং সৌদিতে গেলে এই বিষটা অবশ্যই খেয়াল রাখা জরুরি।

১০.সৌদি সম্রাট বা রাজবংশ নিয়ে কটুক্তি:

মনের অজান্তে ও যদি আপনি পলিটিক্স বা রাজবংশ নিয়ে কোন ধরনের বাজে মন্তব্য করে বসেন এবং তা যদি কোন আইনশৃঙ্খলা বাহিনীর কানে পৌছায় তবে আপনাকে দফায় দফায় ঝামেলায় পরতে হবে।
এমন কি তুচ্ছ কথার জন্যও আপনার জেল জরিমানা হয়ে যেতে পারে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *